সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কাপ পিরিচের জয় প্রতিদ্বন্দ্বিতায় নেই নৌকা

আর কে দাস চয়ন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :

সিলেটের  ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিব্তায় নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। উপজেলার ৩৬টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ১৮ টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে জানা যায় বড় ব্যবধানে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী নুরুল ইসলাম।১৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি কাপ পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ৭০০০।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে দোয়াত কলম প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ওহিদুজ্জামান চৌধুরী ছুফি পেয়েছেন ২৫০০টি ভোট।এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী শাহ মুজিবুর রহমান জকন নৌকা মার্কায় পেয়েছেন ১৩৮৫টি ভোট।  উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জহিরুল ইসলাম মুরাদ। তালা প্রতীকে তিনি পেয়েছেন ৯৫৫৩ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাদ মিয়া টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮৮০৪ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সেলিনা ইয়াসমিন।  ফুটবল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৪৮৬৯ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহিনি বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৯৩০৪ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *