সোনাগাজীতে গরীব শিক্ষার্থীদের মাঝে শাহাপুর মুনষ্টার ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

গাজী মোঃ হানিফ :

২০১৪ সাল থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও এলাকার গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সোনাগাজীর যুব, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন শাহাপুর মুনষ্টার ক্রীড়া  ও সমাজ কল্যাণ সংঘ। এ বছর ক্লাবের পক্ষ থেকে সর্বমোট ২৮জন গরীব শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা উপকরণ দেয়া হয়। রবিবার বিকালে সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা উপরকণ বিতরণ প্রোগ্রামে প্রধান অতিথি  ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

ক্লাবের সর্বস্তরের সদস্যদের উপস্থিতিতে ক্লাব সভাপতি নুরুল হুদা সায়েমের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ৮নং আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির, ২নং বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক খোকন, সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রিপন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন ও সাবেক সভাপতি সাঈদুল হক, শাহাপুর মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আবু ইউসুফ, শাহাপুর জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন, মুনষ্টারের সহ-সভাপতি মাষ্টার রফিক উল্লাহ, কবি এনামুল হক, সাংবাদিক ওমর ফারুক, এস এন আবছার সোহাগ, ছালাহ্ উদ্দিন প্রমুখ।

 

উল্লেখ্য, শাহাপুর মুনষ্টার ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত এবং সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য। ১৯৯৭ইং সালে প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘদিন অত্র অঞ্চলে খেলাধুলার উন্নতিকল্পে প্রশিক্ষন, বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ ও আয়োজন, বাল্য বিবাহ প্রতিরোধে প্রচারণা, গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, বয়স্ক শিক্ষা কার্যক্রম, গরীব মেয়ের বিয়েতে অর্থ সহায়তা প্রদান, গরীব মৃত ব্যক্তির দাফনের জন্য কাফনের কাপড় প্রদান এবং বৃক্ষরোপনসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *