নিজস্ব প্রতিবেদক :
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সারাদেশের ১১৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টা থেকে এই ভোট শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ১১৬ উপজেলায় ৩৮৬ জন চেয়ারম্যান, ৫৫৩ জন ভাইস চেয়ারম্যান এবং ৪০৭জন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন। এদের মধ্যে ৪৭ জন কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ২৩, ভাইস চেয়ারম্যান ১৩ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে আছেন ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত প্রার্থী। আজকের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন বলেও জানিয়েছে ইসি।