সোনাগাজীতে খেলাঘর’র আয়োজনে শিশু নির্যাতন রোধে করনীয় শীর্ষক আলোচনা সভা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে বাংলারদর্পন খেলাঘর আসর’র আয়োজনে শিশু নির্যাতন রোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮মার্চ) বিকাল ৪টায় উপজেলা খেলাঘর আসর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারি পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মো. রবিউল ইসলাম।

 

তিনি বলেন, শিশু নির্যাতন বন্ধে সরকার জিরোটলারেন্স নীতি গ্রহন করেছে । এ ব্যাপারে স্থানীয়রা প্রশাসনকে সহযোগীতা করলে অবশ্যই শিশু নির্যাতন ও শিশু শ্রম নিয়ন্ত্রণ হবে ।

 

সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ’র সভাপতিত্বে ও উপজেলা সাহিত্য ফোরাম সভাপতি কবি গাজী হানিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খেলাঘর জেলা সভাপতি এড. জাহাঙ্গীর আলম নান্টু, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) মো. ছাদেক, মুক্তিযোদ্ধা কমান্ডার কে.এম খুরশিদ আলম, উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, উপজেলা সরকারি প্রা. শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির সেলিম, ইউপি সচিব আবদুল হালিম,

 

সোনাগাজী প্রেসক্লাব সহ সভাপতি মেহরাব হোসেন মেহেদি, খেলাঘর জেলা সহ সভাপতি কাজী নোমান, মো. গোলাম মাওলা, উপজেলা নজরুল একাডেমি সভাপতি নুরুল আমিন পলাশ, সোনাগাজী সাহিত্য ফোরাম সহ সভাপতি কবি মহি উদ্দিন খোকন ,প্রতিবন্ধি কল্যান সংস্থার সভাপতি মোসলেহ উদ্দিন বাহাদুর, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল্লাহ রিয়েল, নজরুল সঙ্গীত শিল্পি মিলন, সাংবাদিক শফি উল্লাহ রিপন, লিয়াকত হোসেন মজুমদার, হানিফ ডালিম প্রমূখ।

 

অনুষ্ঠানে গান, ও কবিতা উপস্থাপন করেন স্থানীয় শিল্পিরা।  সময় স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন খেলাঘর আসরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *