ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ও চর দরবেশ ইউনিয়ন ইউনিয়নের সীমান্তবর্তী ৯নং স্লুইজ গেইটে অস্থায়ী কাঠের সাকো নির্মানের উদ্যোগ নিয়েছে এলজিইডি।
উল্লেখ্য, ২৫ জুন রাতে ভারী বর্ষনে ওই স্লুইজ গেইটটি নদীতে ধসে যায়। শনিবার দুপুরে ধসে যাওয়া স্লুইজ পরিদর্শন করেন এলজিইডির প্রকল্প উপ পরিচালক প্রকৌশলী অামিরুল ইসলাম চৌধুরী মাসুদ। পরিদর্শন কালে ওলামাবাজার সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় ও ওয়ালী অাল হায়দারিয়া দাখিল মাদ্রাসার সভাপতি, উপজেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক ছলিম উল্যাহ সেলিমের দাবীর প্রেক্ষিত উক্ত স্থানে কাঠের পুল নির্মানের নির্দেশ দেন মাসুদ চৌধুরী।
জানা যায়, স্লুইজ গেইট নির্মান কাজ শেষ হলে উক্ত স্থানে দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার করা হবে।