বাংলা চলচিত্রের শক্তিমান অভিনেতা আশরাফ কিটুকে সংবর্ধনা

জহুর উল হক, পর্তুগাল:  বাংলা চলচিত্রের শক্তিমান অভিনেতা, প্রযোজক ও বাংলা টেলি ফিল্মের নায়ক আশরাফ কিটুকে সংবর্ধনা প্রদান করেছ পোর্তু নাগরিক সমাজ।
নায়ক আশরাফ কিটুর স্বস্ত্রীক পর্তুগালে বেড়াতে আসা উপলক্ষে পর্তুগালের বাণিজ্যিক রাজধানী পোর্তু শহরে কবি মুর্শিদ উদ্দিন আহমদ এর সঞ্চালনায় ও পর্তুগালে স্বনামধন্য সফল ব্যবসায়ি জনাব নাজির আহমদ এর সভাপতিত্বে ৫ই মার্চ মঙ্গল বার স্থানীয় একটি রেস্টুরেন্টে  সংবর্ধনা প্রদান করা হয়।
নায়ক আশরাফ কিটু পোর্তু নাগরিক সমাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি সব সময় পোর্তু নাগরিক সমাজ এর পাশে থাকবেন। তিনি আরো বলেন বাংলা চলচিত্র কে বিশ্ব দরবারে ফুটিয়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাবেন।

উল্ল্যেখ্য আশরাফ কিটু অভিনীত প্রথম পূর্ণ দৈর্ঘ বাংলা ছবি মুক্তি পেয়েছে তিন বছর আগে। এ ছাড়া বর্তমানে মুক্তির অপেক্ষায় তিনটি ছাবি।

অনুষ্ঠানের সভাপতি নাজির আহমদ, অনুষ্ঠানটি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন  মামুন হাজারি, শাকিল, লিটন, বিল্লাল, সালাহউদ্দিন, মঈন  প্রমূখ। আলোচনা সভা শেষে নৈশভোজের অায়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *