বাংলা চলচিত্রের শক্তিমান অভিনেতা আশরাফ কিটুকে সংবর্ধনা

জহুর উল হক, পর্তুগাল: বাংলা চলচিত্রের শক্তিমান অভিনেতা, প্রযোজক ও বাংলা টেলি ফিল্মের নায়ক আশরাফ কিটুকে সংবর্ধনা প্রদান করেছ পোর্তু নাগরিক সমাজ।
নায়ক আশরাফ কিটুর স্বস্ত্রীক পর্তুগালে বেড়াতে আসা উপলক্ষে পর্তুগালের বাণিজ্যিক রাজধানী পোর্তু শহরে কবি মুর্শিদ উদ্দিন আহমদ এর সঞ্চালনায় ও পর্তুগালে স্বনামধন্য সফল ব্যবসায়ি জনাব নাজির আহমদ এর সভাপতিত্বে ৫ই মার্চ মঙ্গল বার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবর্ধনা প্রদান করা হয়।
নায়ক আশরাফ কিটু পোর্তু নাগরিক সমাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি সব সময় পোর্তু নাগরিক সমাজ এর পাশে থাকবেন। তিনি আরো বলেন বাংলা চলচিত্র কে বিশ্ব দরবারে ফুটিয়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাবেন।
উল্ল্যেখ্য আশরাফ কিটু অভিনীত প্রথম পূর্ণ দৈর্ঘ বাংলা ছবি মুক্তি পেয়েছে তিন বছর আগে। এ ছাড়া বর্তমানে মুক্তির অপেক্ষায় তিনটি ছাবি।
অনুষ্ঠানের সভাপতি নাজির আহমদ, অনুষ্ঠানটি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন মামুন হাজারি, শাকিল, লিটন, বিল্লাল, সালাহউদ্দিন, মঈন প্রমূখ। আলোচনা সভা শেষে নৈশভোজের অায়োজন করা হয়।
« সাতক্ষীরায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ (Previous News)
Related News

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী- দক্ষিণ আফিকার জোহানেসবার্গের ব্রিক্সটনে নোয়াখালীর এক ব্যবসায়ীকে মঙ্গলবার সকালে পিটিয়ে হত্যাRead More

পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ | বাংলারদর্পণ
জহুর উল হক, লিসবন : পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান সেদেশের রাষ্ট্রপতির নিকট পরিচয়Read More