গিয়াস উদ্দিন রনি, কোম্পানীগঞ্জ :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘সময়ের ভ্রান্তিতে টলেনা’ লড়াইটা কখনোই ভুলোনা’ স্লোগানে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টায় বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিকেল সাড়ে চারটার দিকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক এ এইচ এম মান্নান মুন্নার সভাপতিত্বে ও সদস্য সচিব মিলন চন্দ্র দাস’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উদীচী শিল্পীগোষ্ঠী নোয়াখালী জেলা সাংসদের সভাপতি সম্পাদক এডভোকেট মোল্লা হাবিবুর রছুল মামুন, উদীচী শিল্পীগোষ্ঠী নোয়াখালী জেলা সাংসদের সহ-সভাপতি শহীদ উদ্দিন বাবুল, উদীচী শিল্পীগোষ্ঠী নোয়াখালী জেলা সাংসদের সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্য, উদীচী শিল্পীগোষ্ঠী নোয়াখালী জেলা সাংসদের যুগ্ন-সাধারণ সম্পাদক ও বসুরহাট পৌরসভার কাউন্সিলর হারুন-অর রশীদ শাহেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব করিমুল হক সাথী প্রমূখ।
এ ছাড়াও সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সন্ধ্যা ৬টায় সাংগঠনিক অধিবেশন এবং রাত সাতটায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।