ফেনীতে মফস্বল সাংবাদিক ফোরামের নির্বাচন : জসিম সভাপতি, মামুন সম্পাদক, মনির যুগ্ন সম্পাদক

ফেনী প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা কমিটির নির্বাচন অনুৃষ্ঠিত হয়েছে।
১৩মে শনিবার বিকাল ৪ঘটিকায় বিএমএসএফ’র ট্রাংক রোড়স্থ¯’ ফেনীর কার্যালয়ে বর্ধীত সভায় , ভোরের কাগজ প্রতিনিধি সিরাজ উদ্দিন দুলালের সভাপতিত্বে ও দৈনিক অামাদের কন্ঠ প্রতিনিধি সৈয়দ মনির আহমদ এর সঞ্চালনায় সভা অনুৃষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বিএমএসএফ ফেনী জেলা কমিটির সদস্য সচিব ও এশিয়ান টিভির স্টাফ রিপোটার সিদ্দিক আল মামুন, সদস্য ও সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, পাক্ষিক ছাগলনাইয়া সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, ছাগলনাইয়া উপজেলা কমিটির আহবায়ক নুরুজ্জামান সুমন, আবদুল আউয়াল চৌধুরী, বিজয় টিভি প্রতিনিধি কাফি দিদার, চ্যানেল এস প্রতিনিধি আহসান উল্যাহ, দৈনিক বজ্রশক্তি জেলা প্রতিনিধি দিল আফরোজ প্রমুখ । এসময় অাহ্বায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএমএসএফ সদস্যদের প্রত্যক্ষ ভোটে কমিটির অাহ্বায়ক ও ফেনী প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক জসিম মাহমুদ কে সভাপতি ও সদস্য সচিব সিদ্দিক অাল মামুনকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে সিরাজ উদ্দিন দুলাল, সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর ও পাক্ষিক ছাগলনাইয়া জাহাঙ্গীর কবির লিটন সহ সভাপতি, সৈয়দ মনির অাহমদ যুগ্ন সাধারন সম্পাদক, বিজয় টিভি প্রতিনিধি এম এ কাপি দিদার কোষাধ্যক্ষ, সংগ্রাম প্রতিনিধি এমএ তাহের পন্ডিত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, অাহসান উল্যাহ প্রচার ও প্রকাশনা, বাংলার ডাক প্রতিনিধি শহিদুল ইসলাম দপ্তর সম্পাদক, দৈনিক বজ্রশক্তি প্রতিনিধি দিল অাফরোজ মহিলা বিষয়ক সম্পাদক এবং ভোরের কাগজ শুকদেব নাথ তপন, যমুনা টিভি যতন মজুমদার, অর্ধ সাপ্তাহিক পথ বেলাল হোসেন, সাপ্তাহিক নীহারিকা অাবুল হাসান সবুজ, সাপ্তাহিক ফেনীর ডাক জিয়াউর রহমান হায়দার, কামরুল হাসান লিটন, যুগান্তর প্রতিনিধি নুরুজ্জামান সুমন, মানবজমিন এমএ হাসান, দৈনিক বিজয় প্রতিনিধি অাবদুল্লাহ রিয়েল সদস্য মনোনীত হয়েছেন।
Related News

রামগড়ে বাস -অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত ৩ | বাংলারদর্পণ
মোশারফ হোসেন, রামগড় : ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ৬ মাইল নামকস্থানে শুক্রবার বিকেলRead More

সম্মিলিত আইনজীবী পরিষদ প্যানেলে ভোট দেয়ার অনুরোধ নিজাম হাজারীর
ফেনী’ প্রতিনিধি : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠেয় ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিতRead More