ফেনী প্রতিনিধি : ২০১৭-২০১৮ বাজেটে ধোয়াবিহীন তামাকের কর বৃদ্ধি না করার প্রতিবাদে ফেনীতে ৭জুন বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তামাক বিরোধী নারী জোটের মানববন্ধন অনুৃষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাদা পাতা, জর্দা, গুল ও ধোয়া বিহীন তামাক পণ্যে কর বাড়ীয়ে সরকারের রাজস্ব অাদায় ও প্যাকেট বিড়ি ও সিগারেটের মত ট্যারিফ ভ্যালু টোকেন লাগানো প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৪ সালের তথ্যে বলা হয়েছে পৃথিবীর যেসব দেশে তামাক পণ্যের দাম অত্যন্ত কম, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। তামাক বিরোধী নারী জোটের ফেনী জেলা প্রতিনিধি পারভীন অাক্তার ইয়াসমীন বলেন, জর্দা, গুল, ও ধোয়া বিহীন তামাকের উপর প্রযোয্য কর অারোপের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড এবং সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও জরুরী পদক্ষেপ গ্রহন করতে হবে।
ওই সময় জেলার ৬ উপজেলার ৮০ জন নারী মানববন্ধনে অংশ নেন।