মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে- এমপি রবি

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ :

সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসডিজি কর্ণার, বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণার কোমলমতি শিক্ষার্থীদের লেখা দেয়ালিকা উদ্বোধন ও বার্ষিক প্রীতিভোজ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে দুপুরে দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, বাঙালীর গৌরব উজ্জল ইতিহাসের সাথে আজকের কোমলমতি শিক্ষার্থীদের পরিচিতি করাতে হবে। যাতে তারা ইতিহাসের প্রতি সুবিচার করতে পারে।

 

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুর্দ্ধ করতে হবে। তাহলে এই উদ্যোগের তাৎপর্য় উপলব্ধি করবে এবং শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সমৃদ্ধি বিকাশে সক্রিয় ভুমিকা রাখবে। শিক্ষার্থীরা আত্ম প্রত্যয়ে, কর্ম ও অধ্যাবসয়ের হাত ধরে এগিয়ে যাবে শেকড় থেকে শিখরে।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, পিটিআই সুপারিরেনটেন্ড এস.এম রাউফার রহিম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন,

 

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাসুদেব সানা, ইন্সট্যাক্টর মো. আবু তাহের, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, মোশারফ হোসেন আজু প্রমুখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চিত্র ছবি ঘুরে ঘুরে দেখেন এবং বার্ষিক প্রীতিভোজে অংশ নেন।

 

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সামছুন্নাহার, নিলুফা ইয়াসমিন, হাফিজা খাতুন, ফারজানা বানু ও হোসেনে আরা প্রমুখ। এসময় দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *