অনুমোদন ছাড়াই চলছে মেলার নামে অবৈধ লটারি | বাংলারদর্পন

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে পণ্য প্রদর্শনী মেলায় দৈনিক সুগন্ধা র‌্যাফেল ড্র নামে অবৈধ লটারীর টিকেট,অনুমোদন ছাড়া ও চলছে অবৈধ লটারি বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আয়োজকরা। শাপলা মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে গত ২৫ ফেব্রুয়ারী  জগন্নাথপুর পৌর শহরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধনের পরদিন থেকে লটারীর টিকেট বিক্রয় করছে, তবে ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে মেলায় লটারি খেলা পন্ড করে দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম

আবারও মার্চের ১ তারিখ থেকে অনুমোদন চারা ও গ্রামে গ্রামে গিয়ে অবৈধ লটারির  বিক্রয় করা হয় এছাড়াও

উপজেলা ১টি পৌর সভা ও ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায়। নাম প্রকাশ না করা শর্তে অনেক অভিভাবক জানান, পণ্য প্রদর্শনী মেলায় লটারীর মাধ্যমে লোভনীয় পুরস্কারের আশায় ছোট ছোট  স্কুল ছাত্র ছেলে মেয়েরা প্রতিদিনই টিকেট কিনতে বায়না করছে। তাদের এ বায়না মেটাতে আমরা গরীব অভিভাবকরা হিমশিম খাচ্ছি। প্রতিদিন টিকেট বিক্রয়ের মাধ্যমে আয়োজকরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

 

এই লটারীর বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, লটারীর কোন অনুমোদন নেই। খবর নিয়ে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *