সুনামগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী চপল’র সমর্থনে হিন্দু ২৫টি সংগঠনের মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি:-

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপলকে সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন জেলা হিন্দু,বৌদ্ধ, খ্রীস্টান ঐক্যপরিষদ, পূজাউদযাপন পরিষদসহ সদর উপজেলার ২৫টি সংগঠন।

বৃহস্পতিবার দুপরে সুনামগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল।

 

বক্তব্য প্রবীণ শিক্ষক ধুর্জুটি কুমার বসু, শিক্ষক যোগেশ্বর বাবু, গৌরাঙ্গ চক্রবর্তী, নৃপেশ তালুকদার নানু, এডভোকেট স্বপন দাস রায়, অভিজিৎ চৌধুরী, বিমান তালুকদার, প্রদীপ পাল নিতাই, বিজয় তালুকদার বিজু, হিরন্ময় রায়,সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস,সদর যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জল,জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে প্রমুখ।

জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট বলেন, আদর্শিক রাজনীতির ধারবাহিকতায় নৌকার প্রার্থী খায়রুল হুদা চপলকে আগামী ১০ মার্চ নির্বাচনে বিজয়ী করার অঙ্গিকার ব্যক্ত করা হয়। আজ যারা শেখ হাসিনার আদর্শের রাজনৈতিক কর্মী দাবী করে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তারা কিভাবে কেন্দ্রের নির্দেশ অমান্য করে প্রার্থী হলেন এমন প্রশ্ন সাধারন মানুষের মাঝে বার বার ঘুরপাক খাচ্ছে।

 

সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন সুনামগঞ্জে আওয়ামীলীগের গুটি কয়েকজন নেতা আছেন যারা কেন্দ্রের নির্দেশ অমান্য করে গত ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে মহাজোটের প্রার্থীর বিরোধীতা করে বিএনপির প্রার্থীর পক্ষে গোপনে কাজ করেছেন। কিন্তু জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুটের নেতৃত্বে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করায় এই আসনে মহজোট প্রার্থীর বিজয় হয়েছিল। এখন আবারো উপজেলা  নির্বাচনে  সদর আসনে আওয়ামীলীগ মনোনীত  প্রার্থীর বিপক্ষে গোপনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন সকল ষড়যন্ত্র প্রতিহত করে সদর আসনের ভোটারগন ঠিকই ১০ তারিখে নৌকার  প্রার্থী খায়রুল হুদা চপলকে বিপুল ভোটে জয়যুক্ত কবরেন।

 

সুনামগঞ্জ সদর আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার  চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল বলেছেন,এই শহর একটি অসাম্প্রদায়িক চেতনার শহর। এই শহরে অবস্থানকারী হিন্দু,মুসলিম,বৌদ্ধ আর খৃষ্ট্রান প্রতিটি ধর্মে মানুষের মাঝে একটি সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক রয়েছে। এই আসনের মানুষজনের সাথে আমার পরিবারের একটি পারিবারিক সম্পর্ক রয়েছে।

 

আমার নেত্রী শেখ হাসিনা আর নৌকাকে যারা বালবাসেন তারা নিশ্চয়ই সকর ষড়যন্ত্র ছেদ করে আগামী ১০ মার্চ নৌকার প্রতীকে ভোট দিয়ে আামকে বিপুল ভোটে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি  নির্বাচিত হলে প্রতিটি ধর্মের মানুষজনকে সাথে নিয়ে এই উপজেল কে একটি আধুনিক উপজেলা গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *