মো. নাইম তালুকদার :
গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার দিরাই পয়েন্টে র্যাব-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় র্যাব -৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে র্যাব সদস্যরা জেলার সদর থানা এলাকার সিলেট-সুনামগঞ্জগামী পাকা রাস্তার পার্শ্বে দিরাই পয়েন্টে অভিযান পরিচালনাকালে ১২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তির নাম উত্তম কুমার সূত্রধর (৩৪)। সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কাচারী মালিহাটি গ্রামের হরিদাস সূত্রধরের ছেলে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য-১ লাখ ২০ হাজার টাকা। আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
সে আইন শৃংখলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবত অতি গোপনে অবৈধভাবে গাঁজা দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে আসছিল। আটককৃত ব্যক্তিকে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার ফয়সল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।