দিরাইয়ে সাধারণ ভোটারদের মুখে রিপা সিনহার নাম | বাংলারদর্পন

মো. নাইম তালুকদার,  নিজস্ব প্রতিবেদক :

সমগ্র দেশ জুড়ে শুরু হতে যাচ্ছে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন।তারই  ধারাবাহিকতায় আগামী ১০ মার্চ প্রথম দফায় সুনামগঞ্জের অন্যান্য উপজেলার ন্যায়  দিরাই উপজেলায় অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন।তাই উপজেলা নির্বাচনের আমাজ ছড়িয়ে পরেছে চারিদিকে।উপজেলা পরিষদ নির্বাচনে  দিরাই  উপজেলায় মহিলা  ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন  ৩ নারী ।

 

এদের  মধ্যে সিলেট জজকোর্টের আইনজিবী এডভোকেট রিপা সিনহা  ( ফুটবল ),  বর্তমান ভাইস চেয়ারম্যান  মোছা. ছবি চৈৗধূরী   ( হাস),  মহিলালীগ নেত্রী হেলেনা আক্তার খেলা ( কলসি ) প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় মাঠে রয়েছেন।

 

গত ২০ ফেব্রুয়ারি প্রতিক বরাদ্দ পাওয়ার পর থেকেই মাঠে সরব হয়ে উঠেন তারা। তাই এ বারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যানদের ২/১ জনের মধ্যে তুমুল লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারন ভোটাররা।

 

সরজমিনে ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, উপজেলা নির্বাচন অনুষ্টিত হওয়ার খবর শুনার অনেক আগ থেকেই মাঠে সরব ছিলেন,  সিলেট জজকোর্টের আইনজিবী এডভোকেট রিপা সিনহা  । তারা জানান, যখন নির্বাচন অনুষ্টিত হবে বলে জানা গেল তখন এ উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহনের জানান দিলেও নীরব ছিলেন অন্যান্য মহিলা  ভাইস চেয়ারম্যান  প্রার্থীরা । এক মাত্র  এডভোকেট রিপা সিনহা অনেক আগ থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে মানুষের সাথে মিশে, বিভিন্ন  উন্নয়ন মূলক কর্মকান্ড করে সবার মনে জায়গা করে নিয়েছেন। তাই জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি।

 

শুধু জনপ্রিয়তায়ই নয় তরুন ও সাধারণ ভোটারদের পছন্দের প্রথম প্রার্থীই তিনি। শিক্ষিত পরিছন্ন এই রাজনীতিবিদকে ঘিরে উজ্জীবিত উপজেলার সর্বস্থরের মানুষ।

দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের তরুণ ভোটার  কবি কাউসার আহমেদ জানান, এডভোকেট রিপা সিনহা আপু, একজন তরুণ, সৎ, বিনয়ী ও ভদ্র মানুষ। উনার সাথে প্রথম কথা বলেই বুঝতে পেরেছি উনি আসলেই একজন ভাল মানুষ। আমরা এরকম একজন যোগ্য প্রার্থীকেই আগামী ১০ মার্চ ভোট দিয়ে বিজয়ী করব।

 

করিমপুর ইউনিয়নের  মুতাহির আহমেদ জানান, এডভোকেট রিপা সিনহা  আপু  অনেক দিন আগ থেকেই আমাদের এলাকায় আসছেন। জনসাধারনের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলেছেন। অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করা, তাদের সাথে মিলে মিশে থাকার প্রবল ইচ্ছা উনার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আমাদের ইউনিয়নের বিভিন্ন গ্রামে উনার  সুসম্পর্ক রয়েছে তিনি একজন আপামাদস্তক ভালো মানুষ  সত্যই তা  প্রশংসনীয় । এ ধরনের মনমানসিকতা দেখে বুঝা যায় তিনি একজন জনপ্রতিনিধি হওয়ার যোগ্য লোক। আমরা সবাই এরকম একজন তরুন ও পরিচ্ছন্ন ইমেজের ব্যাক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারলেই আমাদের উপজেলার উন্নয়ন হবে।

 

এদিকে  এডভোকেট রিপা সিনহা নির্বাচনে বিজয়ী হতে রাত দিন বিরামহীন প্রচারণায় রয়েছেন। প্রতিদিনই উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ব্যাপক জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন। চারিদিকেই এখন তার জয়জয়কার।

 

 

এদিকে  এডভোকেট রিপা সিনহা বলেন, আমি উপজেলার সর্বস্থরের মানুষের সেবা করার জন্যই নির্বাচন  তাই আশা করছি উপজেলার সর্বস্থরের মানুষ আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ করে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *