নিউজ ডেস্কঃ
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজৌরির নৌশেরা সেক্টরে আকাশসীমায় পাকিস্তানি যুদ্ধবিমান প্রবেশের খবর জানিয়েছে সংবাদসংস্থা দেশটির পিটিআই।
জানা গেছে, ভারতের আকাশসীমায় পাকিস্তানের যুদ্ধবিমান এফ১৬ এর উপস্থিতি দেখতে পেয়েই সেটাকে লক্ষ্য করে গুলি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী।

ভারতীয় বিমান বাহিনীর বিমানঘাঁটিগুলিকে সতর্ক করা হয়েছে, জারি হয়েছে রেড অ্যালার্ট।
ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ওই যুদ্ধবিমানকে ফিরে যাওয়ার সংকেত দেওয়া, ফিরে না যাওয়ায় যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে গুলি চালান ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা। এরপর পাকিস্তানি যুদ্ধবিমানটি ফিরে যাওয়ার সময় পুঞ্চ ও রাজৌরি সেক্টরে বোমা বর্ষণ করে।
ঘটনার পর জারি করা হয় হাই অ্যালার্ট। ধারণা করা হচ্ছে, ভারতের এয়ার স্ট্রাইকের জবাবের পরিকল্পনা করছে পাকিস্তান। ঘটনার পর ভারত কাশ্মীরের আকাশে সব ধরনের প্লেন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রের দাবি।