সাতক্ষীরায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে যৌন নিপিড়নকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে যৌন নিপিড়ন কারী দুশ্চরিত্র লম্পট রানা শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে দ্যা পোল স্টার পৌর হাইস্কুলের শিক্ষক ও ছাত্র- ছাত্রীরা এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দ্যা পোল স্টার পৌর হাই স্কুলের প্রধাণ শিক্ষক অনামীকৃষ্ণ মন্ডল, স্কুলটির প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রবিউল ইসলাম, শিক্ষক মিতুন নাহার, রেহনা পারভীন, ইতা রাহা, দীপক কুমার মৃধা, আমজাদ হোসেন, কবিতা সাহা, মিনতী রানী, ছাত্র সুজিত, ছাত্রী বিথীকা প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ওই স্কুল ছাত্রী শহরের সুলতানপুর খাল ধারে খেলা করছিলো। এ সময় ইটাগাছা কামারপাড়া এলাকার আজাদ শেখের লম্পট পুত্র রানা শেখ মেয়েটিক ফুসলিয় তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর তাকে বাথরুমের ভিতরে নিয়ে যান নিপিড়ন করতে। তার আত্মচিৎকার এলাকার লোকজন ছুটে আসলে লম্পট রানা শেখ পালিয় যায়।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ আজও কোন ব্যাবস্থা নেয়নি। বক্তারা এ সময় লম্পট রানা শেখকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
Related News

কয়রায় প্রধানমন্ত্রী’র দেওয়া জলাধার বিতরণ করলেন সাংসদ বাবু | বাংলারদর্পণ
শেখ সিরাজুদ্দৌলা লিংকন,কয়রা (খুলনা) খুলনার কয়রা উপজেলার আম্পান ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রী কতৃক প্রদেয় খাবার পানিRead More

শেখ হাসিনা গরীর দুঃখী মেহনতী মানুষের অভিভাবক- সংসদ সদস্য বাবু
শেখ সিরাজুদ্দৌলা লিংকন, কয়রা (খুলনা) : খুলনা ০৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামানRead More