ফেনী প্রতিনিধি :
দক্ষিণ আফ্রিকায় নিজ দোকানে সন্ত্রাসীদের দেয়া আগুনে পুড়ে মামা ও দুই ভাগিনাসহ ফেনীর একই পরিবারের তিন জন নিহত হয়েছে। শনিবার ভোরে নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।
নিহতের পারিবারিব সূত্রে জানায়, জীবন জীবিকার তাগিদে দীর্ঘ এক দশক ধরে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে দাগনভূঞা পৌরসভার ৫নং ওয়ার্ডের বজলের রহমান খানের ছেলে মমিনুল হক (৫০)। অল্প-অল্প সঞ্চয় করে সেখানে একটি দোকান ক্রয় করে তিন ভাগিনাকে সেখানে নিয়ে যান। শনিবার ভোরে নর্থওয়েস্ট প্রভন্সের ব্রিটস শহরে তাদের দোকানে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা। এসময় দোকানে আগুনে পুড়ে মমিনুল হক (৫০), ভাগিনা সোনাগাজী উপজেলার উত্তর চর মজলিশপুর গ্রামের আবুল খায়ের ছেলে আনোয়ার হোসেন (২৫) ও মোশাররফ হোসেন (২৮) নিহত হয়।
নিহত মমিনুল হকের বড় ভাই নবিউল হক খান তাদের মুত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, সেখানে থাকা তাঁর অপর ভাগিনা আমজাদ হোসেন মুঠোফোনে জানান তাদের কাছে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবী করে আসছে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা দোকানে আগুন দেয় বলে তিনি জানান।
সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন দক্ষিণ আফ্রিকায় দুই ভাই নিহতের সত্যতা নিশ্চত করে বলেন, আমি তাদের পরিবারের সাথে কথা বলেছি। লাশ দেশে আনার প্রস্তুতি নিলে আমার পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।