নিজস্ব প্রতিবেদকঃ
পীরে কামীল হযরত টেকই শাহ্ (রহঃ) এর বার্ষিক উরশ মোবারক আজ ১৫ ফাল্গুন দিবাগত রাতে অনুষ্ঠিত হবে।
প্রতি বৎসরেরে ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দী নিবাসী পীরে কামীল হযরত টেকই শাহ্(রহঃ) এর বার্ষিক উরুস মোবারক আজ বুধবার ১৫ ই ফাল্গুন দিবাগত রাত তাঁহার মাজার শরীফ বালিকান্দী মোকাম বাড়ীতে অনুষ্ঠিত হবে।
উক্ত উরশ মোবারকে দুর-দুরান্ত থেকে আগত অতিথি বাউল শিল্পী বৃন্দও উপস্থিত থাকবেন।
উক্ত উরশ মোবারকে পীর আউলিয়ার ভক্ত আশেকান সহ সর্বমহলের উপস্থিতি কামনা করছেন মাজারের খাদেম।