ডেস্ক রিপোর্ট, ৩মার্চ ২০১৮ : ১৮:৩০।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট লেখক জাফর ইকবাল ছুরিকাহত হয়েছেন।
সন্ধ্যা ৬টা ১৫ মিনিট: জাফর ইকবালের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার জন্য রক্ত প্রয়োজন। রক্তের গ্রুপ এ নেগেটিভ।
সন্ধ্যা ৬টা ১৩মিনিট: সরাসরি জরুরি বিভাগে নেওয়া হয় জাফর ইকবালকে। তার মাথায় আঘাত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসার পর সরাসরি নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়। জাফর ইকবাল এসময় স্বাভাবিক ছিলেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।
সন্ধ্যা ৬টা ১০মিনিট: ছুরিকাহত জাফর ইকবালকে সিলেটের ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সন্ধ্যা ৬ টা ০৫মিনিট: জাফর ইকবালের বইয়ের প্রকাশক তাম্রলিপির তরিকুল ইসলাম রনি জানালেন, জাফর ইকবালের ওপর হামলা হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
সন্ধ্যা ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহত জাফর ইকবালকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের একজন সংবাদকর্মী জিয়াউল ইসলাম ঘটনার সময় উপস্থিত ছিলেন। তিনি জানান, ক্যাম্পাসের মুক্তমঞ্চে ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষাবর্ষ সমাপনী অনুষ্ঠানে অতিথিদের সারিতে একটি সোফায় বসে থাকা অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়। ছাত্ররা হামলাকারিকে আটক করে মারধোর করেছে।