বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি পাইলট পবিত্র হজ্জ্ব পালনে সৌদি আরব যাত্রা | বাংলারদর্পন

ঢাকা ২৯ জুলা্ই ২০১৮: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট পবিত্র হজ্জ্ব পালনের উদ্দেশ্যে আজ সোমবার  বিকাল সাড়ে ৩টায় ঢাকা ত্যাগ করেছেন।

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদায় জানাতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-স ভাপতি শামসুল আলম নিক্সন, সহ-সম্পাদক এসএম জীবন, ঢাকা জেলার যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন জুয়েল ও রিয়াজুল ইসলাম অভিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় শহীদুল ইসলাম পাইলট বলেন, বিএমএসএফ সাংবাদিকদের মাঝে জাতীয় ঐক্য সৃষ্টিতে বিশ্বাস করে। ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে অধিকার আদায় সম্ভব। তাই ঐক্যবদ্ধতাই সাংবাদিকদের মূল শক্তি। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে বিএমএসএফ’র সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে সকলের প্রতি আহবান জানান।

 

সময়ের অভাবে তিনি অনেকের সাথে দেখা কিংবা যোগাযোগ করতে পারেননি। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন। আগামি ১০ সেপ্টেম্বর তিনি হ্জ্বব্রত পালন শেষে দেশে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *