শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:
বাংলাদেশ প্রেস ইনষ্ট্রিটিউট (পিআইবি)’র মহাপরিচালক শাহ আলমগীর গুরুতরভাবে অসুস্থ। বর্তমানে তিনি ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশুরোগ মুুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক পত্রদূত), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (সাপ্তাহিক দখিনার দূত), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ও দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী),
অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃ আবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন, দৈনিক পত্রদূত), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টি ভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ শোক বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকতার অন্যতম পুরোধা শাহ আলমগীর।
পেশাদার সাংবাদিকদের অধিকার ও মর্যাদার লড়াইয়েরও পরীক্ষিত নেতা তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অত্যন্ত সৎ, বিনয়ী, সদালাপি, বিচক্ষন, কর্মনিষ্ঠ এ কর্মবীর মানুষটির জন্য সংগঠনের পক্ষে দেশবাসীর নিকট আশু রোগমুক্তি কামনা করেছেন।