সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিন চর ছান্দিয়া গ্রামের আফছার হোসেন মিলন ( ৪০) নামে এক রাখাল আজ মঙ্গলবার ভোরে বজ্রপাতে নিহত হয়েছেন। সে দক্ষিন চর চান্দিয়া গ্রামের আহছান মিয়ার পুত্র।
এদিন ভোরে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে, আফছার মহিষের খামারে মহিষ গুলোকে দেখতে যান। ঐ সময় বজ্রপাতের স্বীকার হন তিনি।
স্থানীয়রা প্রথমে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল আলম জানান, উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।