সোনাগাজীতে ঈদে মিলাদুন্নবী (সঃ) জশনে জুলুছ অনুষ্ঠিত – বাংলারদর্পন 

 

মোহাম্মদ ইকবাল হোসাইন :

বিশ্বনবীর আগমন উপলক্ষে আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন সোনাগাজী শাখার উদ্যোগে আজিমুশশান জশনে জুলুছ / আনন্দ শোভা যাত্রা,  দোয়া ও মিলাদ মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে।  ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে তাকিয়া রোডস্থ রাজাশাহ ফকিরের মাজার প্রাঙ্গন থেকে অালোচনা সভা শেষে জশনে জুলুছ শুরু হয়ে সোনাগাজী পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিলে মিলিত হয়।

 

বিশিষ্ট লেখক,  তরিকত গবেষক মোঃ শফিউল আজম ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির অতিরিক্ত নির্বাহী পরিচালক,  কাজী মিজানুর রহমান মিস্টার। বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী প্রেসক্লাব  সভাপতি সৈয়দ মনির আহমদ, লেখক ও মানবাধিকার সংগঠক এস এন আবছার সোহাগ।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সোনাগাজী ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক মাওলানা মোবারক হোসেন মাইজভান্ডারী, ভুঞা বাজার বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম  মাইজভান্ডারী, সাইফুল ইসলাম মাইজভান্ডারী, ডাঃ একরামুল হক খোকন মাইজভান্ডারী,  রেজাউল হক মাইজভান্ডারী, রফিক কোম্পানী সহ এলাকার  বিপুল সংখ্যক ধর্মপ্রান মানুষ অংশ গ্রহন করেন।

আলোচনায় বক্তারা বলেন,  কোরআন-হাদীসের সঠিক জ্ঞানের অভাবে যুব সমাজ জঙ্গীবাদ মাদকাসক্ত সহ বিভিন্ন সামাজিক অবক্ষয়ে জড়িয়ে পড়ছে।  গাউসুল আজম মাইজভান্ডারী প্রদর্শিত পথে হানাহানি মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। সোনাগাজী উপজেলায় প্রথম বারের মত মহাসমারহে ঈদে মিলাদুন্নবী জশনে জুলুশ আয়োজন করায়  বক্তাগন  আয়োজকদের সাধুবাদ জানিয়ে প্রতিবছর আরো ব্যাপক পরিসরে জশনে জুলুছ আয়োজনের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *