সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ১ | বাংলারদর্পন

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়ার লম্বহাটি এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছেন জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম মোঃ মালেক মিয়া(৩৬)। সে শহরের তেঘরিয়া লম্বাহাটি এলাকার মৃত রইল আলীর ছেলে।
রোববার রাত সাড়ে ৮টায় জেলা গোয়েন্দা পুলিশের এ এস আই মামুন মিয়া ও এ এস আই মণির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লম্বাহাটি এলাকায় আটককৃত ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ তাকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News

শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যু | বাংলারদর্পণ
সিলেট সংবাদদাতাঃ শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। সরজমিনRead More

হুন্ডি জালনোট ইয়াবা কারবারী সেই রুবেল জেলহাজতে!
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সীমান্তের এপার ওপারে দামী ব্রান্ডের মোটরসাইকেল চুরি করে বিক্রি করাই যার মূলRead More