ক্ষমতা ছাড়তে হবে ট্রাম্পকে || শপথের অাগে অথবা পরে

বাংলার দর্পন ডেস্ক-প্রকাশ- ১৩ নভেম্বর ১৬।
গত ৩০ বছর ধরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন তিনি।যুক্তরাষ্ট্রের দ্য আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক তিনি ।অ্যালান লিখটম্যান নামের এই জ্যোতিষী অধ্যাপক ডোনাল্ড ট্রাম্পের জয়ের ভবিষ্যদ্বাণী করে ‘মহানায়ক’ হয়ে উঠেছেন।ট্রাম্প তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ করতে পারবেন না, তাকে অভিশংসন করা হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ।আলোচিত মার্কিন তথ্যচিত্র নির্মাতা মাইকেল মুরও বলেছেন, হোয়াইট হাউসে গেলেও ট্রাম্প চার বছর টিকতে পারবেন না।
নির্বাচনের আগে সবাই যখন প্রেসিডেন্ট হিসেবে হিলারি ক্লিনটনকে দেখছিলেন; তখনও মাইকেল মুর বলছিলেন, ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনাই দেখেছেন তিনি। সেই কথা ফলে যাওয়ার পর এখন বলছেন, হয় কেলেংকারিতে জড়িয়ে নিজেই পদত্যাগ করবেন ট্রাম্প, নয়তো তাকে অভিশংসনের মুখোমুখি হয়ে পদ ছাড়তে হবে।
টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির একজন মাইকেল মুর গত জুলাই মাসেই বলেছিলেন, হিলারির জোয়ার থাকলেও শেষ পর্যন্ত তার অপছন্দের রিপাবলিকান প্রার্থী ট্রাম্পই ভোটে জিতবেন।
সেপ্টেম্বরে ওয়াশিংটন পোস্টকে লিখটম্যান বলেছিলেন, ‘রিপাবলিকানরা ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না, কারণ তাকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না, তিনি কখন যে কী করেন, তার ঠিক নেই। তবে আমার বিশ্বাস, প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প জাতীয় নিরাপত্তা বিঘ্নিত কিংবা পকেট ভরতে এমন কিছু করবেন, যা তাকে অভিশংসন করার সুযোগ তৈরি করবে।’
১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত প্রতিটি নির্বাচনে ওয়াশিংটনের দ্য আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক লিখটম্যানের ভবিষ্যদ্বাণী ফলেছে। এবারের নির্বাচন নিয়ে এরই মধ্যে তিনি ‘প্রেডিকটিং দ্য নেক্সট প্রেসিডেন্ট : দ্য কিজ টু দ্য হোয়াইট হাউস ২০১৬’ নামে একটি বইও লিখেছেন।
এর আগে আইন বিশেষজ্ঞ প্রফেসর ক্রিস্টোফার পিটারসনও জানিয়েছিলেন, ট্রাম্পকে ইমপিচ করা হতে পারে। তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ দায়ের করার মতো যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ রয়েছে। এর ফলে তাকে তার দায়িত্ব থেকে বিদায় নিতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *