নিউজ ডেস্কঃ
বিমানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) মঈন উদ্দীন খান বাদল ছিলেন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পুলিশ ঘিরে রেখেছে। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ওই বিমানটি থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়েছে।
আজ রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র থেকে জানা গেছে, ঢাকা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই যাত্রীবেশে সশস্ত্র দুর্বৃত্তরা বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করায়।
বিমানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) মঈন উদ্দীন খান বাদল ছিলেন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।