নিজস্ব প্রতিবেদকঃ
ফেনী শহরস্থ সরকারী রাজাঝি দিঘীর চতুর্পাশে পাড়ের উপর দীর্ঘিদিন ধরে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন।
শনিবার সকালে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা পি কে এম এনামুল হক নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়।
এর অাগে কয়েকদফা দোকান মালিকদের নোটিশ দিয়ে অবহিত করা হয়েছিল । অনেকে প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিয়েছেন।