নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক পদে চৌধুরী ফরিদ জয়ী হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। গণনা শেষে রাত সাড়ে ৯টায় ফল ঘোষণা করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ওমর কায়সার।
নির্বাচনে ২৩০ সদস্যের মধ্যে ২১৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।ঘোষিত ফলাফলে সভাপতি পদে এটিএন বাংলার ব্যুরো প্রধান আলী আব্বাস ১২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বকোণের সাহিত্য সম্পাদক এজাজ ইউসুফী পেয়েছেন ৪৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে চ্যানেল আই’র ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ পেয়েছেন ১২৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাশ পেয়েছেন ৮৬ ভোট।