ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহনের প্রচারপত্র বিলি ও ভোট প্রার্থনা 

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সফল আত্মকর্মী উপজেলা যুবলীগ নেতা মোহন চৌধুরী দিরাই বাজারে ব্যাপক গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেছেন।

শনিবার দিনব্যাপী দিরাই বাজার এলাকার থানা রোড, উপজেলা পরিষদ রোড, কলেজ রোড, বাসষ্ট্যান্ড, মধ্যবাজার, পুর্ব বাজার, হাইস্কুল রোড, সেনমার্কেট সহ বিভিন্ন অলিগলিতে দোকানে দোকানে ব্যবসায়ীদের কাছে গিয়ে চশমা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

গণসংযোগকালে মোহন চৌধুরী নির্বাচিত হলে তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ভোটারদের অবহিত করেন। এসময় মোহন চৌধুরীর শতাধিক সমর্থক তার সঙ্গে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *