সুনামগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ডায়নার লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনী মহিলা ভাইস চেয়ারম্যান (হাসঁ প্রতিক) পদে জেলা যুব মহিলালীগের আহবায়ক সানজিদা নাছরিন দিনা ডায়না প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টায় জেলা শহরের হাছন নগর, ষোলঘর, শান্তিবাগ,ওয়েজখালী, আরপিন নগর ,মধ্যবাজার,তেঘরিয়া, জামতলা,পুরাতন বাসস্টেশন,কালিবাড়ি ও মধ্যবাজারে সাধারন মানুষজনের মাঝে লিফলেট বিতরণ করেন । প্রচারণায় এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব-মহিলালীগের সাদিয়া অক্তার রুনা, লিপি বর্মন, প্রীতিলতা বিগ্রেড এর সভাপতি ও সাবেক ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি নুরজাহান সাদেক নূরী প্রমূখ ।
মহিলা ভাইস চেয়াম্যান প্রার্থী সানজিদা নারিন দিনা ডায়না আগামী ১০ মার্চের নির্বাচনে বিজয় হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন তিনি নির্বাচিত হলে সদর উপজেলায় শিক্ষার প্রসারে ও এই উপজেলায় অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শ মোতাবেক উন্নয়নমুলক কর্মকান্ড পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন।
Related News

শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যু | বাংলারদর্পণ
সিলেট সংবাদদাতাঃ শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। সরজমিনRead More

হুন্ডি জালনোট ইয়াবা কারবারী সেই রুবেল জেলহাজতে!
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সীমান্তের এপার ওপারে দামী ব্রান্ডের মোটরসাইকেল চুরি করে বিক্রি করাই যার মূলRead More