দক্ষিণ সুনামগঞ্জে বাধেঁর কাজে অনিয়মের  পিআইসি সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের ডেকার হাওরে বাধেঁর কাজে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩১ নং পিআইসি কমিটির সভাপতি গ্রেফতার।

শনিবার বিকেল ৩টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্ল্যা ও থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা বাধেঁর পাশ থেকে ঐ পিআইসি সভাপতিকে গ্রেফতার করেন ।

গ্রেফতারকৃতের নাম মোঃ আরশ আলী। তিনি উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের সাবেক মেম্বার ও কাড়াঁরাই গ্রামের মৃত রোশন আলীর ছেলে। গেলবছর ও ঐ পিআইসি সভাপতি বাধেঁর কাজে অনিয়মের কারণে আরো একবার গ্রেফতার হয়েছিলেন বলে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় উপজেলার ডেকার হাওরের ডাবর পঞ্চগ্রাম রাস্তার সামনে চিকারকান্দি বাজারের পাশে  ফসল রক্ষা বাধেঁর কাজে অনিয়ম আর দূর্নীতির আশ্রয় নিয়েছিলেন।  রাস্তা প্রসস্থ না করা ,দায়সারাভাবে কাজ করা ও  সময় কর্তনের মাধ্যমে  বিল উত্তোলনের পায়ঁতারার কুট-কৌশলের অভিযোগ রয়েছে ঐ পিআইসি কমিটির সভাপতি মোঃ আরশ আলীর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই রোশন আলীকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তাকে প্যানেল কোর্টের মাধ্যমে সাজাঁ প্রদান করার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *