দিরাই দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

 

এস,এম,ওয়াহিদুল ইসলাম, সুনামগঞ্জ থেকে:

সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউপির ধল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বেলা দুপুর ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শিক্ষক মাহবুব মিয়ার পরিচালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা ফারুক আহমেদ, সহ সুপার কাজী হাবিবুর রহমান,ধল শাহী জামে মসজিদের ইমাম আছাদুর রহমান,পিটিএ কমিটির সাবেক সভাপতি জামিল আহমদ, মাদ্রাসার শিক্ষক আব্দুল লতিফ,  সুয়েব আহমদ ,মিজানুর রহমান মিজান ও কমিটির সদস্য মুলতান মিয়া প্রমুখ।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুপারিন্টেনডেন্ট মাওলানা ফারুক আহমেদ বলেন, একমাত্র সুশিক্ষায় শিক্ষিত জনশক্তি দেশ গঠনে সততার সাথে অগ্রনী ভুমিকা পালন করে। তিনি বলেন ধল দাখিল মাদ্রাসা দীর্ঘ দিন থেকে সুনামের সহিত প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় ভাল ফালাফল করে আসছে। প্রতিবারের মত দাখিল পরীক্ষায় এবারো ভাল রেজাল্ট করতে মনযোগী হয়ে লেখাপড়া করতে হবে। মহান আল্লাহ যেন তোমাদের সহায় হন এ কামনা করি। বক্তারা পরীক্ষার্থীদেরকে সুন্দর ভাবে নকল মুক্ত পরীক্ষা দিয়ে অতিতের সুনাম অক্ষুণ্ণ রাখার আহবান জানান। এসময় মাদ্রাসা কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে তাদের কল্যাণে মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *