নাইম তালুকদার, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের দিরাইয়ে ভাটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ জাহান কাজীর গ্রুপের পরিকল্পিত অতর্কিত হামলায় ঘটনাস্থলে যুবলীগ সেক্রেটারি সানোয়ার কাজীর গ্রুপের আনোয়ার হোসেন কাজী(৪৫) নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত আনোয়ার কাজী ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুল আউয়াল কাজীর ছেলে ও স্থানীয় যুবলীগ নেতা।
আজ দুপুর বারটার দিকে পূর্ব বিরোধের জেরে নিহত ও আহতের ঘটনা ঘটে।
বিশ্বস্ত সূত্রে জানা যায় ভাটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ জাহান কাজীর বিরুদ্ধে দুদকের কাছে দুর্নীতির অভিযোগ এনে আবেদন করে ছিলেন যুবলীগ নেতা সানোয়ার কাজী ও আনোয়ার কাজী। এছাড়াও বাড়ির পার্শ্ববর্তী জলমহাল নিয়ে চাচাতো ভাই চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীগ নেতা শাহ জাহান কাজীর সাথে বিরোধ চলে আসছিল। সম্প্রতি উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি প্রদীপ রায় সহ নেতাদের হস্তক্ষেপে তা নিষ্পত্তিও হয়েছিলো কিন্তু শেষ রক্ষা হলোনা প্রতিবাদী যুবলীগ নেতা আনোয়ারের।
জলমহাল ফিশিং নিয়ে ঝড়ে গেল আরেকটি তাজা প্রাণ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছেছেন। এখন পর্যন্ত কোন গ্রেফতার নেই।