চর ছান্দিয়ায় ব্যাবসায়ীকে হত্যার হুমকি : নেপথ্যে ভুমি দখলের অপচেষ্টা 

 

নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর সোনাগাজী বাজারের ব্যাবসায়ী ও চর ছান্দিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাস্টার ওজি উল্যাহ ছেলে সিরাজুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। তিনি সোনাগাজী বাজারের ব্যাবসায়ী ও চর ছান্দিয়া বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি।   হুমকির ঘটনায় রোববার সিরাজুল ইসলাম বাদী হয়ে চর ছান্দিয়া গ্রামের ওবায়দুল হকের ছেলে দুলাল হোসেন খোকনকে অাসামি করে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, বাড়ীর পাশে পৈত্রিক সাড়ে ৪ শতক জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে  খোকন।   স্থানীয় পল্লী অাদালতে শালিসী বৈঠকে পরাজিত হওয়ার পর ক্ষিপ্ত হয়ে খোকন বিভিন্নভাবে সিরাজকে হত্যা ও দোকানে হামলার হুমকি দিয়ে অাসছে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) হুরুনুর রশিদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *