ফেনী প্রতিনিধি : অতিদ্রুত সময়ে ফেনী জহির রায়হান অডিটোরিয়াম এর নতুন ভবনের নির্মাণকাজ শুরু করার সিদ্ধান্ত নিলেন নিজাম উদ্দিন হাজারী এমপি।
ফেনীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পুরনে অবশেষে ফেনীর ঐতিহ্যবাহী জহির রায়হান অডিটোরিয়াম এর নির্মাণকাজ শুরু করার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করে নতুন ভবন নির্মাণ কাজ শুরু করার প্রক্রিয়া চুড়ান্ত হয়েছে।
সোমবার দুপুরে ফেনী জেলা পরিষদ মিলনায়তনে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায় ,ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী, ফেনী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান ও ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন।
উক্ত সভায় দ্রুত সময়ের মধ্যে জহির রায়হান অডিটোরিয়াম এর নির্মাণ কাজ শুরু করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।