ফেনীর ফুলগাজীতে প্রাথমিক ও ইফতেদায়ী সমাপনি পরীক্ষায় অনুপস্থিত ৩৩ জন

 

জহিরুল ইসলাম জাহাঙ্গীর :

সারাদেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনি ও মাদ্রাসা ইফতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ।

এতে ফেনীর ফুলগাজী উপজেলার ৬ ইউনিয়নে ৬ টি  যথাক্রমে ফুলগাজী সদারে ফুলগাজী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীরহাটে  আজমিরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, দরবারপুরে  নতুন বাজার উচ্চ বিদ্যালয়, আনন্দপুরে বন্ধুয়া দৌলতপুর উচ্চ বিদ্যালয়,  জিএমহাটে জিএমহাট উচ্চ বিদ্যালয় ও আমজাদ হাটে ধর্মপুর এডুকেশন্যাল এস্টেট উচ্চ বিদ্যালয় কেন্দ্র মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রাথমিক শিক্ষা সমাপনি ২১৭৬ এতে অনুপস্থিত ১৮, ইফতেদায়ী ৪০৬ এতে অনুপস্থিত ১৫ শিক্ষার্থী  অংশগ্রহন করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *