সোনাগাজী প্রতিনিধি :
সাগরস্নাত সোনাগাজীতে ছায়াবীথি সাহিত্য গ্রুপের আয়োজনে ১৮ ফেব্রুয়ারী, সোমবার, বিকেলে ভোরেরকাগজ কার্যালয়ে “ছায়াবীথি কবিতা গুচ্ছ” নামক বইয়ের মোড়ক উম্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
অানুষ্ঠানিকভাবে বইয়ের মোড়ক উম্মোচন ও অনুষ্ঠানের উদ্বোধন করেন- দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ও সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ।
সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের সভাপতি কবি গাজী মোহাম্মদ হানিফের সভাপতিত্বে ও কবি ইকবাল হোসাইনের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফেনী আইনজীবি সমিতির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট হাছান মাহমুদ মামুন। প্রধান আলোচক ছিলেন- ছায়াবীথি সাহিত্য গ্রুপের প্রতিষ্ঠাতা কবি হাফসা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন- সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, ফেনী হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ শুকলাল দেবনাথ, ওলামাবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবদুর রহিম মামুন,, সমৃদ্ধ সোনাগাজী উন্নয়ন ফোরাম সভাপতি ইব্রাহীম মোহাম্মদ শাকিল, বাংলাদেশ সাহিত্য পরিবারের সংগঠক কবি মহিউদ্দিন খোকন, কবি মাওলানা দেলোয়ার হোসেন মেহেদী, কবি সাইফ ফরহাদী, কবি সজীব ওসমান।
আরো উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আবদুল হালিম, কবি ও নাট্য অভিনেতা এমদাদুল হক সুজন, নজরুল একাডেমী সোনাগাজী প্রতিনিধি যন্ত্র সঙ্গীত শিল্পী মেহেদী হাসান নাহিদ, নজরুল সঙ্গীত শিল্পী আবদুস শুক্কুর মিলন, সাহিত্য প্রেমী আবুল কালাম আজাদ, শিক্ষক সমিতির নেতা মাস্টার একরামুল হক, সোনাগাজী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক বাহার উল্যাহ বাহার, যুবলীগ নেতা কাওসার আহমেদ ও আফলাছ হোসেন তুহিন, ছায়াবীথির সদস্য মশিউর সজীব, সাইফুল ইসলাম পারভেজ, আবদুর রহমান, জসিম উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি বৃন্দ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি ও গান পরিবেশন করেন- স্থানীয় কবি সাহিত্যিক বৃন্দ।