রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :

২য় দাপে ১৮মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির রামগড়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতার জন্য আজ (সোমবার) বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৫জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে ৩ প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেছেন।

 

রামগড় উপজেলা নির্বাচনী অফিস সূত্রে জানা গেছে, আজ সোমবার বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে মনোয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত পৌর আ.লীগের যুগ্ন আহবায়ক বিশ্ব প্রদীপ কুমার করবারী, সতন্ত্র প্রার্থীদের মধ্যে উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক কাজী নুরুল আলম আলমগীর, উপজেলা যুবলীগ সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুল কাদের, পৌর আ.লীগের আহ্বায়ক রফিকুল আলম কামাল ও সাবেক জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক।

 

এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোয়ন ফরম জমা দিয়েছেন যুবলীগ নেতা কাজী মোঃ জিয়াউল হক শিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যন পদে উপজেলা মহিলা আ.লীগ সভাপতি নিউসং চৌধুরী, উপজেলা মহিলা আ.লীগ সহ-সভাপতি হাছিনা বেগম ও নাছিমা আহসান নীলা ।

 

উল্লেখ্য, উপজেলার মোট ভোটার সংখ্যা ৩৮৫৭০ জন এরমধ্যে পুরুষ ভোটার ১৯৭৫৯ জন মহিলা ভোটার ১৮৮১১ জন। এবার ১৬টি ভোট কেন্দ্রের ৮৭টি ভোট কক্ষে ভোট গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *