দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রশিক্ষিত নারীর বিকল্প নেই- মেয়র নাছির

নিউজ ডেস্কঃ

নারীরা এখন পুরুষের পাশাপাশি সমানতালে এগিয়ে চলেছে। দেশের অর্থনীতির উপর দক্ষ জনশক্তির দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে।

 

রোববার (১৭ জানুয়ারি) সিটি করপোরেশনের কেবি আবদুছ ছাত্তার মিলনায়তনে শ্রমিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন।

মেয়র বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রশিক্ষিত নারীর কোনো বিকল্প নেই। নারীরা প্রশিক্ষণের পর গার্মেন্টসে চাকরি বা উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।

 

অনুষ্ঠানে বিকেএমইএ পরিচালক রাজীব দাশ সুজয় বলেন, দেশের রপ্তানি আয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার বেশিরভাগ অর্জিত হয় পোশাকখাত থেকে। বিশ্ববাজারে দ্বিতীয়স্থান দখল করতে দক্ষ শ্রমিকের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

 

বিকেএমইএ’র সাবেক পরিচালক শওকত ওসমান বলেন, একটি দেশের সম্পদ হচ্ছে দক্ষ জনশক্তি। প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়।

 

বিকেএমইএ সিনিয়র যুগ্ম-সচিব আলতাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বিকেএমইএ ইউনিট এডমিনিস্ট্রেটর নিয়াজ মো. নঈমুল হকসহ অন্যান্য কর্মকর্তা।

 

উল্লেখ্য, ১ম ব্যাচের প্রশিক্ষণ শেষে ৩০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। এছাড়া প্রতিমাসে ৩০ জন শ্রমিককে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *