সুনামগঞ্জে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে আইন প্রণয়নে করণীয় বিষয়ক সংলাপ

সুনামগঞ্জ প্রতিনিধি:-

“আমিই পারি” এই ¯শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে আইন প্রণয়নে করণীয় বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে চাইল্ড ফোরামের আয়োজনে ও জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমী এবং ওর্য়াল্ড ভিশন সুনামগঞ্জ এর সার্বিক সহযোগিতায় সকল শিশু প্রতিনিধিবৃন্দ, সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ এই সংলাপ অংশ নেন।

চাইল্ড ফেরামের সভাপতি লাকী সরকারের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, সরকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,জাহাঙ্গীর আলম,ফৌজিআরা শাম্মী,ওয়ার্ল্ড ভিশনের সুনামগঞ্জ অঞ্চলের ম্যানেজার বিধুদান বিশ^াস  প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সকল শিশুর প্রতি ভাল আচরণ করতে হবে।কোন শিশু যাতে নির্যাতনের শিক্ষার না হয় সেদিকে আমাদের সকলকে নজর রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *