সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ আঁখির হত্যাকারীদের সর্বোচ্চ শান্তির দাবিতে পৃথক মানববন্ধন

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:

সাতক্ষীরা সদরের ব্রম্মরাজপুরের গৃহবধূ আঁখি বসুর জঘন্যতম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের  ফাঁসির দাবিতে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরা ও সর্বস্তরের জনগনের ব্যানারে শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত আঁখির বাবা গোবিন্দ চন্দ্র বসু, মাশি অর্পনা বিশ্বাস, ভাই তন্ময় বিশ্বাস, নিহত আখিঁর বিদ্যালয় যশোর জেলার কেশবপুর উপজেলার গড়ভাঙা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সু-প্রভাত বিশ্বাস, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, পাজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্বোশুর এসকে বোস, শ্বাশুড়ি আশোকা বোস ও স্বামী অরুপ বোসের নির্যাতনে আঁখি প্রাণ হারিয়েছে। তারা বলেন, আঁখিকে হত্যার পর তার গালে কীটনাশক ঢেলে দিয়ে এবং গলায় ওড়নার ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে রেখে তারা এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বক্তারা এর তীব্র ঘৃণা জানিয়ে বলেন, শ্বোশুর এসকে বোস তার ছেলের বউ আঁখিকে প্রায়ই কুপ্রস্তাব দিতো। আঁখি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে আসছিল। এরই জেরে তাকে হত্যা করা হয় বলে জানান বক্তারা।

বক্তারা এ সময় অবিলম্বে আঁখির শ্বোশুর এসকে বোস, শাশুড়ি আশোকা বোস ও স্বামী অরুপ বোসকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানান। মানববন্ধনে নিহত আঁখির পরিবারসহ তার জন্মস্থান কেশবপুর উপজেলার গড়ভাঙা গ্রামের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

অপরদিকে শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সদস্য-সচিব সচিব হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, স্বামী শ্বশুর ও শ্বাশুড়ির নির্যাতনে আঁখি প্রাণ হারিয়েছে। গত ১২ ফেব্রুয়ারি শ্বশুর বাড়ির একটি কক্ষে থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করার  কথা জানিয়ে তারা বলেন এ সময় মেয়েটির পা মাটিতে পাতানো ছিল বলে পুলিশ রিপোর্টে বলা হয়েছে। তাকে হত্যার পর তার গালে কীটনাশক ঢেলে দিয়ে এবং গলায় ওড়নার ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে রেখে তারা এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিলো। তারা তীব্র ঘৃণা জানিয়ে বলেন শ্বশুর এসকে বোস তার ছেলের বউ আঁখিকে প্রায়ই কুপ্রস্তাব দিতো। আঁখি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে আসছিলো। এরই জের তাকে হত্যা করা হয় বলে মানববন্ধনে জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, গ্রামের মানুষের গনরোষের মুখ থেকে পুলিশ শ্বোশুর এসকে বোস, শ্বাশুড়ি আশোকা বোস ও স্বামী অরুপ বোসকে আটক করলেও তাদেরকে এখনও রিমান্ডে নেওয়া হয়নি। অবিলম্বে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্যে রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, জেএসডির কেন্দ্রীয় নেতা সুধাংশু শেখর সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমদ বাপী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির যুগ্ম-আহবায়ক নিত্যানন্দ আমিন, পৌর আওয়ামী লীগ নেতা কাজী আক্তার হোসেন, বাস্তোহারালীগের আব্দুস সামাদ প্রমুখ। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি শ্বশুর বাড়ির একটি কক্ষ থেকে নিহত আখিঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *