পিপিএম পদকের প্রাপ্ত অর্থ স্বেচ্ছাসেবী সংগঠনকে দিলেন ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর

ফেনী প্রতিনিধি:

ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার সাম্প্রতিককালে তার প্রেসিডেন্ট পুলিশ মেডেলে (পিপিএম) প্রাপ্ত পুরো ৫০ হাজার টাকা স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদান প্রদান করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনীর কাজিরবাগ ইকোপার্কে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বসন্ত উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন। তার এ অনুদান স্বেচ্ছাসেবকদের অনুপ্রানিত করেছে বলে জানান তারা। তিনি বলেন মানুষের ভালবাসা আর ঐকান্তিক সহযোগীতার করণেই আমি এ পদক পেয়েছি। আর সে কারণেই আমি এ অর্থ মানবতার জন্য।

 

বৃহস্পতিবার ফেনী শহরতলীর কাজীরবাগ ইকো পার্কে দিনব্যপী আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের প্রধান সমন্বয়ক মঞ্জিলা আক্তার মিমির পরিচালনায় ও প্রধান উপদেষ্টা মহিনুর জাহান লাবনীর সভাপিতত্বে প্রধান অতিথি ছিলেন অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবির, বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়সার, ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রাশেদ খান চৌধুরী, ডি আই ওয়ান মোঃ শাহীনুজ্জামান, পুনাক ফেনীর সভাপতি মোনালিসা পারভীন,

 

ফেনী সদর উপজেলার কাজির বাগ ইউনিয়নের চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ, সাংবাদিক আসাদুজ্জামান দারা, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমীন রিজভী, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, ডিবিসির জেলা প্রতিনিধি মোঃ আবু তাহের ভূইঁয়া প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *