নিজস্ব প্রতিবেদক :
আসন্ন পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সোমবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত অফিসার মো. মানসুরুল হকের কাছে মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আব্দুল হেকিম,সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, মনির উদ্দীন,পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন ।
উপজেলা আওয়ামীলীগের প্রকাশনা সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, ছাত্রলীগ নেতা অসিম পাল, রাজন আহমেদ লিমন, আজাদ আহমেদসহ দলীয় অত্র উপজেলার সর্বস্তরের জনতা প্রমুখ ।
মনোনয়ন জমাদান শেষে জেলা আওয়ামীলীগের সদস্য বর্তমান উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম বলেন, দল আমাকে নৌকা প্রতীক দিয়েছে নির্বাচন করার জন্য কারণ আমি আওয়ামীলীগের দুর্দিনে দলের সাথে ছিলাম। আর আমি মনে করি জননেন্ত্রী দক্ষিণ সুনামগঞ্জের সর্বস্তরের জনগণকে নৌকা প্রতীক দিয়েছেন । আমি আশাকরি জননেত্রীর হাতকে শক্তিশালী করতে আমার সাথে সমগ্র উপজেলা বাসী থাকবেন।