কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সোমবার দুপুরে মলম পার্টির দুই সদস্যকে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা।
আটকরা হলেন, পিরোজপুরের আবদুল বারেক হাওলাদারের ছেলে মো. মনির হোসেন মজনু, রাসেল হাওলাদার।
কোম্পানীগঞ্জ থানার এসআই সুমন বড়ুয়া জানান, স্থানীয়রা মলম পার্টির সদস্য দাবি করে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের আটক করা হবে।