বঙ্গবন্ধুর আহ্বানে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলা হয় – বাবু সতীশ চদ্র রায়

মোঃ আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বাবু সতীশ চন্দ্র রায় বলেছেন, অগ্নিঝরা মার্চের আজ প্রথম দিন। বাঙ্গালির জীবনে নানা কারণে মার্চ মাস অন্তনির্হিত শক্তির উৎস। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আগে তিনি পাকিস্তানি শাসকদের পরিচ্ছন্ন হুঁসিয়ারী দিয়ে বলেছিলেন, সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। মরতে যখন শিখেছি, তখন কেউআমাদের দাবায় রাখতে পারবে না। রক্ত যখন দিয়েছি, আরো দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো-ইনশাল্লাহ্। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এর পরের ঘটনা প্রবাহ প্রতিরোধের ইতিহাস। বঙ্গবন্ধুর আহবানে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলা হয়। আবাল বৃদ্ধ বনিতা যােগ দেন মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে জাতি লাভ করে স্বাধীনতা।
১ মার্চ বুধবার সকালে অগ্ননিঝরা মার্চ মাস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলােচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বাবু সতীশ চন্দ্র রায় এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নোভেল এর সভাপতিত্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মােঃ শফিকুল ইসলাম ও সাবেক সিভিল সার্জন ডাঃ মােঃ আব্দুল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশাের মেলা দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি আব্দুস সবুর। শেষে দোয়া পরিচালনা করেন হাজী মোঃ মোয়াম্মম হােসেন।
Related News

কুড়িগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, ট্রাকসহ আটক-১ | বাংলারদর্পণ
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাহিম(৭) বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।Read More

ফুলবাড়ীতে ধরলা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন
রতি কান্ত রায়, কুড়িগ্রাম কুড়িগ্রমের খড়স্রোতা ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডানতীর সংরক্ষণ প্রকল্পেরRead More