চট্টগ্রামে ২৮৩টি বিনামূল্যে বিতরণকৃত পাঠ্য বইসহ আটক ১ | বাংলারদর্পন

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের  আন্দরকিল্লাস্থ ওয়ালী ম্যানসনের ২য় তলার প্রকাশ বিচিত্রা নামীয় বই দোকানে অভিযান পরিচালনা করে ২৮৩(দুইশত তিরাশি)টি প্রথম শ্রেনী হতে নবম-দশম শ্রেনী পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক বিনামূল্যে বিতরনকৃত বই উদ্ধার সহ ১ জনকে আটক করেছে পুলিশ।

 

ধৃত স্নেহাশীষ তালুকাদার প্রকাশ জুয়েল(২৮) পটিয়ার -সন্তোষ প্রকাশ মাদল তালুকদারের ছেলে। মালিক-প্রকাশ বিচিত্রার মালিক দেবাশীষ তালুকদার আশিষ পালিয়ে যায়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সে এবং দোকান মালিক দেবাশীষ তালুকদার শিক্ষামন্ত্রনালয় কর্তৃক “জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড” বাংলাদেশ এর মাধ্যমে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা‘য় অধ্যয়নরত ছাত্র-ছাত্রী‘দের মধ্যে বিনা মূল্যে বিতরনকৃত উদ্ধারকৃত বইগুলো অসাধু উপায়ে সংগ্রহ পূর্বক নগদ টাকায় বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছিল।

 

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায়  মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *