ভাস্কর্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চান কাঠ মি‌স্ত্রি মো. না‌সির

নিউজ ডেস্কঃ

নিজের হাতে তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাস্কর্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চান কাঠ মি‌স্ত্রি মো. না‌সির। সোমবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে এক‌টি ভ্যা‌নে তার স্ত্রীসহ ভাস্কর্য নি‌য়ে দাঁড়ি‌য়ে থাক‌তে দেখা যায় কাঠমিস্ত্রী নাসিরকে।

কাঠমিস্ত্রি নাসির জানানি, তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হাড়ভাং এলাকার নওয়াপাড়ায়। তিনি বর্তমানে ঢাকার সুত্রাপুরের ফরাশগঞ্জ এলাকার উল্টিনগঞ্জ লেনে ভাড়া থাকেন।

তিনি বলেন, ‘আমি আমার নিজ উদ্যোগে এবং নিজ খরচে প্রধানমন্ত্রী শেখ হাসির একটি কাঠের ভাস্কর্য যা ৬ ফুট উচ্চতার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য যা ৭ ফুট উচ্চতার। আমি এটা প্রধানমন্ত্রীকে উপহার হিসা‌বে দি‌তে চাই।

এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।উল্লেখ্য, এর আগে কাঠ মিস্ত্রির মো. নাসির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরও একটি ভাস্কর্য তৈরি করেছিলেন যা জাতীয় যাদুঘরে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *