৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রিতে রেকর্ড গড়লো বইমেলা

বাংলার দর্পন ডেস্ক- এবার অমর একুশে গ্রন্থমেলায় ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ। বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ড. জালাল আহমেদ বলেন, ‘গতকাল ২৭শে ফেব্রুয়ারি বাংলা একাডেমি মোট ১ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৩০৬ টাকার বই বিক্রি করেছে। ২০১৬ সালের তুলনায় এই বিক্রি ২২ লাখ টাকা বেশি। আজকের বিক্রিসহ বাংলা একাডেমি মোট বিক্রিতে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
গতবার সমগ্র মেলায় ৪০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছিল। ২৭শে ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং আজকের সম্ভাব্য বিক্রি অনুসারে এবার বইমেলায় মোট ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছে।’
অন্যবারের মতো বইমেলায় বাংলা একাডেমির বই ৩০ শতাংশ এবং অন্যান্য প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *