ফেনী প্রতিনিধিঃ
ফেনীতে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে ৩ মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিয়া সুলতানা ও মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান চালানো হয়।
অভিযানকালে ছাগলনাইয়া উপজেলার বাংলাবাজার থেকে হরিপুর গ্রামের এনামুল হকের ছেলে খুরশীদ আলমকে ১শ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
একইদিন ছাগলনাইয়া পৌর শহর থেকে মটুয়া গ্রামের মৃত আনোয়ারের স্ত্রী সামছুন নাহার (৬০) কে ১শ গ্রাম সহ ও পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আবুল কালামের স্ত্রী রোকেয়া বেগমকে ২শ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
পরে বিচারক খুরশীদকে ২ মাস, সামছুন নাহারকে ৩ মাস ও রোকেয়া বেগমকে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। অভিযানে ব্যাটালিয়ান আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।