নিজস্ব প্রতিবেদক :
সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নস্থ চৌরাস্তায় নতুন পদ্ধতিতে ইট তৈরি করছেন রাজমিস্ত্রি আব্দুর রহমান। তিনি দীর্ঘ দিন ইন্দোনেশিয়া ছিলেন।
সেখানে তিনি নির্মান কোম্পানীতে রাজমিস্ত্রির কাজ করতেন। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে টেকশই ইট তৈরির উদ্যোগ নেন তিনি।
উদ্যোক্তা অাবদুর রহমান বাংলারদর্পন কে জানান, পাথর, বালি ও সিমেন্ট মিশ্রনে তৈরি এই ইট সাধারন ইটের চেয়ে অনেক গুন টেকশই হবে। উন্নত সকল দেশে এই ইট ব্যবহার করা হয়। পরিবেশ বান্ধব ইট হওয়ায় সকল নির্মানে এই ইট ব্যবহার করা যাবে। নির্মান ব্যায় বেশি হওয়ায় মুল্য একটু বেশি হতে পারে।
১১ জানুয়ারী ‘২০১৮ বৃহষ্পতিবার বিকালে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ইট তৈরির উদ্বোধন করেন তিনি।
তিনি অারো জানান, এখান থেকে প্রশিক্ষনও দেয়ার পরিকল্পনা রয়েছে।